নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ১৪ মে ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ৩টার দিকে এক ফেসবুক পোস্টে বলেন, “ঢাবির মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক মতপার্থক্যের নামে শিক্ষাঙ্গনে রক্তপাত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে।”
এনসিপি নেতা সমগ্র ছাত্রসমাজের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এখন সময় হয়েছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। আমরা বিচারহীনতার সংস্কৃতি চাই না।”
উল্লেখ্য, ঢাবির স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।