স্টাফ রিপোর্টার | ঢাকা | ০৫ মে ২০২৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারণ এবং প্রধান শিক্ষকদের শতভাগ পদোন্নতির দাবিতে দেশব্যাপী কর্মবিরতিতে নেমেছেন প্রায় পৌনে চার লাখ শিক্ষক।
‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর ডাকে আজ সোমবার (০৫ মে) সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৫ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টার কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে তাদের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়ে তারা শান্তিপূর্ণ কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।
ঐক্য পরিষদের সমন্বয়ক মো. আবুল হোসেন বলেন, “সহকারী শিক্ষকরা এখনও ১৩তম গ্রেডে বেতন পাচ্ছেন, যা তাদের শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত দায়িত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আমরা চাই অবিলম্বে ১১তম গ্রেড বাস্তবায়ন করা হোক এবং প্রধান শিক্ষকদের শতভাগ পদোন্নতির নিশ্চয়তা দেওয়া হোক।”
তিনি আরও জানান, “আমরা শিক্ষার্থীদের ক্ষতির কথা মাথায় রেখেই সীমিত পরিসরে কর্মসূচি দিয়েছি। আশা করি, সরকার দ্রুত পদক্ষেপ নেবে।”
এদিকে, দেশের বিভিন্ন জেলার শিক্ষক নেতারা জানিয়েছেন, কর্মসূচিতে দেশের প্রায় সকল জেলার শিক্ষকরা একযোগে অংশ নিয়েছেন এবং তাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “শিক্ষকদের দাবিগুলো বিবেচনায় রয়েছে। বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় রয়েছে। আশা করি, শিগগিরই সমাধানে পৌঁছানো যাবে।”