নারায়ণগঞ্জ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জ, ২৪ মে:
নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে রাজপথে নেমেছেন হোসিয়ারি ব্যবসায়ীরা। শনিবার (২৪ মে) দুপুরে বাংলাদেশ হোসিয়ারি সমিতির ব্যানারে লাঠি হাতে ও বাঁশি বাজিয়ে বিক্ষোভ মিছিল করেছেন তারা।
নয়ামাটি, করিম মার্কেট ও গুলশান হল এলাকার শতাধিক ব্যবসায়ী একত্রিত হয়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন। নেতৃত্ব দেন বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু ও সহসভাপতি আব্দুস সবুর খান সেন্টু।
ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় একটি চিহ্নিত চাঁদাবাজ চক্র নিয়মিত হুমকি দিয়ে অর্থ আদায় করে আসছে। স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কোনো কার্যকর পদক্ষেপ না পেয়ে তারা বাধ্য হয়েছেন লাঠি মিছিলে নামতে।
পথসভায় বক্তারা বলেন, “ব্যবসা করতে এসে যদি চাঁদা দিতে হয়, তাহলে সেটা ব্যবসা নয়, তা জুলুমে পরিণত হয়। আমরা আর কোনো অবস্থাতেই চাঁদাবাজদের কাছে মাথা নত করবো না।”
তারা দাবি জানান, সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
প্রতিবাদ কর্মসূচি শেষে ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগ করেন। এ সময় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল এলাকায়।