ঢাকাTuesday , 6 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চার মাস পর দেশে ফিরলেন খালেদা জিয়া, গুলশানে উষ্ণ অভ্যর্থনা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

দীর্ঘ চার মাস চিকিৎসা ও পারিবারিক সফর শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) দুপুর ১টা ২৫ মিনিটে রাজধানীর গুলশানে তার বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছান তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে কাতারের আমিরের একটি বিশেষ ফ্লাইট, যাতে করে দেশে ফেরেন বেগম জিয়া। তার সঙ্গে এসেছেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।

দলীয় সূত্রে জানা গেছে, বিদেশে অবস্থানকালে বেগম জিয়া চিকিৎসার পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন। নেতাকর্মীদের মাঝে তার ফিরে আসাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশনেত্রীর আগমন আমাদের কাছে নতুন আশার আলো। তিনি ফিরে এসেছেন বলেই আমরা আগামী দিনের আন্দোলন-সংগ্রামে আরও শক্তি পাবো।”

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে উন্নত চিকিৎসার জন্য কাতারে যান বেগম জিয়া। কাতারে চিকিৎসা গ্রহণের পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি।