দুইজনের যাবজ্জীবন, সন্তুষ্ট নিহতের মা
নারায়ণগঞ্জের আলোচিত হকার জুবায়ের হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।
আসামিদের মধ্যে পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন। একজন আসামি পলাতক রয়েছেন।
কারা দণ্ড পেলেন:
মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজন:
-
ইকবাল হোসেন (৩৭), সোনারগাঁ, নারায়ণগঞ্জ
-
মো. স্বপন (৪৯), বন্দর, নারায়ণগঞ্জ
-
ইউনুস মিয়া ওরফে সায়মন (২৬), মুরাদনগর, কুমিল্লা
-
আনোয়ার হোসেন সানি (২৭), কমলগঞ্জ, মৌলভীবাজার
যাবজ্জীবনপ্রাপ্ত দুইজন:
-
হাছান আল মামুন (২২), মুরাদনগর, কুমিল্লা
-
রাসেল হোসেন (২৭), বাঙ্গারা বাজার, কুমিল্লা (পলাতক)
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ২০২১ সালে সদর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় এই রায় ঘোষণা করা হয়েছে।
‘পেটের ছুরি, হাতের কব্জি কাটা, রডের আঘাত…’
জুবায়েরের মা মুক্তা বেগম বলেন, ‘আমার একমাত্র ছেলে ছিল জুবায়ের। মাদ্রাসায় পড়ত। সংসারে সহযোগিতার জন্য ফুটপাতে জুতার দোকানে কাজ করত। ওকে পেটে ছুরি মেরে, হাতের কব্জি কেটে, লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে। এই রায়ে আমি সন্তুষ্ট।’
তিনি বলেন, ‘ছেলেটাকে হারানোর যন্ত্রণার কিছু নেই, তবে বিচার পেয়ে অন্তত শান্তি পেলাম।’