ঢাকাMonday , 12 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নিষিদ্ধ সংগঠনের কেন্দ্রীয় নেতা শ্রীমঙ্গলে গ্রেফতার

বার্তা কক্ষ
May 12, 2025 10:04 am
Link Copied!

শ্রীমঙ্গল প্রতিনিধি
পর্যটন নগরী শ্রীমঙ্গলের একটি দোকান থেকে গ্রেফতার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক সঞ্জয় পাশী।

রবিবার (১১ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানটি পরিচালিত হয় শ্রীমঙ্গলের ভানুগাছ রোডে অবস্থিত গ্র্যান্ড সুলতান রিসোর্টের সংলগ্ন একটি দোকানে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ছাত্রলীগ নেতা সঞ্জয় পাশীর বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি মামলা রয়েছে। তাকে যথাযথ প্রক্রিয়ায় কুলাউড়া থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সঞ্জয় পাশী দীর্ঘদিন ধরেই ওই এলাকায় গোপনে অবস্থান করছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অবশেষে তিনি গ্রেফতার হলেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।