নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | ১৪ মে ২০২৫
প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে সফর করছেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, “ড. ইউনূস সকাল ৯টা ১৫ মিনিটে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছান। সফরের অংশ হিসেবে তিনি চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন এবং স্থানীয় প্রশাসন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।”
সূত্র জানায়, চট্টগ্রামে তিন দিনের সফরকালে ড. ইউনূস জেলার শিক্ষা, স্বাস্থ্য, ও ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। এ ছাড়া তিনি স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে ‘সামাজিক ব্যবসার ভূমিকা’ শীর্ষক একটি বিশেষ বক্তৃতাও দেবেন।
চট্টগ্রাম আগমনে বিমানবন্দরে তাকে স্বাগত জানান জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সম্প্রতি একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. ইউনূস। এরপর থেকেই তিনি জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।