ঢাকাThursday , 15 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভারত-পাকিস্তান আকাশসীমা স্বাভাবিক, টরন্টো-লন্ডন-রোম ফ্লাইটে সময় পরিবর্তন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা: ভারত ও পাকিস্তানের মধ্যে আঞ্চলিক আকাশসীমা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় টরন্টো, লন্ডন এবং রোমগামী আন্তর্জাতিক রুটে ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

জাতীয় পতাকাবাহী এ সংস্থা জানিয়েছে, নতুন সময়সূচি আগামী বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। যাত্রীসাধারণকে ফ্লাইটে ওঠার পূর্বে হালনাগাদ সময়সূচি দেখে যথাসময়ে বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ জানানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “আঞ্চলিক আকাশসীমা স্বাভাবিক থাকায় আমরা আগের নির্ধারিত রুট ও সময় অনুযায়ী পরিচালনায় ফিরছি। যাত্রীদের সুবিধার্থে নতুন সময়সূচি আমাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যাবে।”

সংস্থাটি আরও জানায়, যাত্রীদের যাত্রার অন্তত ৮ ঘণ্টা আগে সংশ্লিষ্ট কাউন্টারে রিপোর্ট করতে হবে এবং বোর্ডিং সময়সীমার বাইরে কেউ যেন না পড়েন, সে বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ভারত-পাকিস্তান আকাশসীমায় কিছু সীমাবদ্ধতার কারণে আন্তর্জাতিক ফ্লাইটগুলোর সময়সূচি ও রুটে সাময়িক পরিবর্তন আনা হয়েছিল।