ঢাকাMonday , 19 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বম্ভরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

বার্তা কক্ষ
May 19, 2025 11:14 am
Link Copied!

প্রকাশিত: ১৯ মে ২০২৫, সকাল ১০:২০
🖋 নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. সামছু মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

সোমবার (১৯ মে) ভোররাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে এই ঘটনা ঘটে। বিজিবি সূত্র জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) আওতাধীন চিনাকান্দি বিওপি সংলগ্ন ১২১০/১০-এস নম্বর সীমান্ত পিলারের কাছাকাছি এলাকায় বিএসএফের ছোড়া গুলিতে সামছু মিয়া আহত হন।

আহত সামছু মিয়া সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার রাজাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সত্তার মিয়ার ছেলে।

ঘটনার পরপরই স্থানীয়ভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এ বিষয়ে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের একজন কর্মকর্তা জানান, ঘটনার পর সীমান্তে টহল জোরদার করা হয়েছে। এ বিষয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের সম্ভাবনা রয়েছে।