ঢাকাMonday , 19 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভারতের উত্তরাখণ্ডে পাঁচ বাংলাদেশি নাগরিক আটক: সহায়তাকারী ভারতীয় নারীও গ্রেপ্তার

বার্তা কক্ষ
May 19, 2025 11:00 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
দিল্লি, ১৯ মে ২০২৫

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের দেহরাদুনে বৈধ ভ্রমণ নথি ছাড়া অবস্থান করার অভিযোগে পাঁচ বাংলাদেশি নাগরিক এবং তাদের সহায়তাকারী এক ভারতীয় নারীকে আটক করেছে স্থানীয় পুলিশ। গত শনিবার রাতে ক্লিমেন্ট টাউন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া-এর বরাতে এ তথ্য জানা গেছে।

আটককৃতরা হলেন—নির্মল রায় (৩৫), শ্যাম রায় (৩৩), লিপি রায় (২৭), কৃষ্ণচন্দ্র রায় (২৮) এবং মুনির চন্দ্র রায় (৩০)। দেহরাদুনের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) অজয় সিং জানিয়েছেন, তারা সবাই বাংলাদেশের দিনাজপুর জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা সেখানে বসবাস করছিলেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা পাওয়া যায়নি। এ ঘটনায় পূজা রানি নামের এক ভারতীয় নারীকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বাসিন্দা। তিনি এই বাংলাদেশিদের অবৈধভাবে ভারতে অবস্থানে সহায়তা করছিলেন বলে পুলিশের দাবি।

এসএসপি অজয় সিং আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে তোলা হয়েছে। বিষয়টি নিয়ে ভারতীয় তদন্ত সংস্থাগুলোর পক্ষ থেকেও অনুসন্ধান শুরু করা হয়েছে।

বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।