দৈনিক আশুলিয়া
ক্রীড়া ডেস্ক
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। এ ছাড়া বিধ্বংসী অলরাউন্ডার টিম ডেভিড-এর অন্তর্ভুক্তিও স্কোয়াডে বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
পিঠের চোট থেকে সেরে ওঠা কামিন্স সম্প্রতি অ্যাশেজ সিরিজে কেবল অ্যাডিলেড টেস্টে খেলেছিলেন। চলতি মাসের শেষ দিকে তার মেডিক্যাল স্ক্যান হওয়ার কথা রয়েছে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই চূড়ান্ত স্কোয়াডে তার অন্তর্ভুক্তি নিশ্চিত হবে বলে জানিয়েছে দল ব্যবস্থাপনা।
অন্যদিকে, হ্যামস্ট্রিং ও অ্যাকিলিসের চোটে অ্যাশেজ মিস করা হ্যাজলউড এবং বিগ ব্যাশ লিগে গ্রেড–টু হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া টিম ডেভিড—দুজনই ধীরে ধীরে ম্যাচ ফিটনেসে ফিরছেন।
নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি জানান, শ্রীলঙ্কা ও ভারতের কন্ডিশন মাথায় রেখেই স্কোয়াড সাজানো হয়েছে। স্পিন সহায়ক উইকেটে কার্যকর হতে ভারসাম্যপূর্ণ দল গঠনের চেষ্টা করা হয়েছে এবং টুর্নামেন্টের আগে প্রয়োজন অনুযায়ী পরিবর্তনের সুযোগও রাখা হয়েছে।
এই পরিকল্পনার অংশ হিসেবেই স্পিন বিভাগে বাড়তি গুরুত্ব দিয়েছে অস্ট্রেলিয়া। অ্যাডাম জাম্পা-র নেতৃত্বে স্পিন আক্রমণে থাকছেন ম্যাথু কুহনেম্যান ও কুপার কনোলি। অলরাউন্ড শক্তি বাড়াতে দলে আছেন গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাথু শর্ট। দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মিচেল মার্শ।
ভারতের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজ মিস করা ক্যামেরুন গ্রিন ও কুপার কনোলি আবারও স্কোয়াডে ফিরেছেন। উইকেটকিপার হিসেবে একমাত্র বিশেষজ্ঞ হিসেবে রাখা হয়েছে জশ ইংলিসকে।
তবে স্কোয়াডে কোনো বামহাতি পেসার নেই। মিচেল স্টার্ক-এর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর এবং স্পেন্সার জনসনের চোটের কারণে এই শূন্যতা তৈরি হয়েছে। এতে সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার জেভিয়ার বার্টলেট। বাদ পড়েছেন বেন ডোয়ারশুইস ও মিচেল ওউইন।
গ্রুপ ‘বি’-তে অস্ট্রেলিয়া তাদের ম্যাচ খেলবে কলম্বো ও পাল্লেকেলেতে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও ওমান। বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আলাদা স্কোয়াড ঘোষণা করা হবে বলেও জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াড (টি-টোয়েন্টি বিশ্বকাপ)
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরুন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।
— দৈনিক আশুলিয়া

