দৈনিক আশুলিয়া
তারিখ: ১২ জানুয়ারি ২০২৬ | খেলা
চলতি মৌসুমে বুন্দেসলিগায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বায়ার্ন মিউনিখ। একের পর এক প্রতিপক্ষকে বিধ্বস্ত করা বাভারিয়ানরা এবার রেকর্ডগড়া পারফরম্যান্সে **ভলসবুর্গ**কে ৮–১ গোলে উড়িয়ে দিয়েছে।
গতকাল (রোববার) মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় বায়ার্ন। ভিন্ন ভিন্ন পাঁচ ফুটবলারের গোলের পাশাপাশি ভলসবুর্গের দুটি আত্মঘাতী গোল ম্যাচটিকে রীতিমতো একপেশে করে তোলে।
এই ম্যাচটি বিশেষ ছিল বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি এবং উইঙ্গার **মাইকেল ওলিসে**র জন্য। দুজনেই বুন্দেসলিগায় নিজেদের ৫০তম ম্যাচ খেলেন। স্মরণীয় এই দিনে দুই গোল ও এক অ্যাসিস্টে ম্যাচ রাঙান ওলিসে।
বায়ার্নের হয়ে গোল করেন লুইস দিয়াজ, হ্যারি কেইন, রাফায়েল গুয়েরেইরো এবং লিয়ন গোরেতস্কা। ভলসবুর্গের হয়ে আত্মঘাতী গোল করেন মরিটজ ইয়েন্ৎস ও কিলিয়ান ফিশার।
ম্যাচের মাত্র ৫ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। লুইস দিয়াজের বিপজ্জনক ক্রস প্রতিহত করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান কিলিয়ান ফিশার। ১৩তম মিনিটে দ্জেনান পেইচিনোভিচের গোলে সমতায় ফেরে ভলসবুর্গ। তবে এই গোল যেন তাদের জন্য দুঃস্বপ্নের শুরু।
৩০ মিনিটে ওলিসের নিখুঁত ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন লুইস দিয়াজ। বিরতির পর আরও ভয়ংকর রূপ নেয় বায়ার্ন। ৫০ মিনিটে একক নৈপুণ্যে অসাধারণ বাঁকানো শটে গোল করেন ওলিসে। তিন মিনিট পরই আত্মঘাতী গোল করে ব্যবধান বাড়ান মরিটজ ইয়েন্ৎস।
এরপর ৬৮ মিনিটে রাফায়েল গুয়েরেইরো এবং কিছুক্ষণ পর নিজেই গোল করে স্কোরলাইন ৬–১ করেন হ্যারি কেইন। ৭৬ মিনিটে ওলিসে নিজের দ্বিতীয় গোলটি করলে ব্যবধান দাঁড়ায় ৭–১। নির্ধারিত সময়ের দুই মিনিট আগে লিয়ন গোরেতস্কার গোলেই ৮–১ ব্যবধানে বড় জয় নিশ্চিত করে বায়ার্ন।
এই জয়ে **বুন্দেসলিগা**য় ১৬ ম্যাচে ১৩ জয় ও ২ ড্রয়ে বায়ার্নের পয়েন্ট দাঁড়িয়েছে ৪২। দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে তারা এগিয়ে ১১ পয়েন্টে। বুন্দেসলিগার ইতিহাসে ১৬ ম্যাচে এটি সর্বকালের সেরা সূচনা। এই সময়ে হ্যারি কেইনের দলটি করেছে অবিশ্বাস্য ৬৩ গোল।
অন্যদিকে, বিপর্যস্ত ভলসবুর্গ ১৫ পয়েন্ট নিয়ে রয়েছে ১৪ নম্বরে—মৌসুমের এই পর্যায়ে যা তাদের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ।
—
স্পোর্টস ডেস্ক
দৈনিক আশুলিয়া




